অ্যাপলের বিরুদ্ধে ডাক্তারের মামলা

২৯ ডিসেম্বর, ২০১৯ ২২:০১  
অ্যাপল ওয়াচে হার্ট মনিটরিং প্রযুক্তি বৈজ্ঞানিক গবেষণা, এমনকি জীবন বাঁচাতেও সাহায্য করতে পারে। কিন্তু নিউ ইয়র্কের একজন ডাক্তার বিষয়টি সরাসরি চুরি হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি এ বিষয়ে অ্যাপলের বিরুদ্ধে মামলাও করেছেন। খবর এনগ্যাজেট। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির কার্ডিওলজিস্ট ড. জোসেফ উইসেল আটরিয়াল ফিব্রিলেশন সনাক্ত করা প্যাটেন্টেড মেথড ভঙ্গ করেছে অভিযোগ করে এই মামলা করেছেন। উইসেল অভিযোগ করেন, তিনি ২০১৭ সালের সেপ্টেম্বরে অ্যাপলের কাছে একজন রোগীর তথ্য শেয়ার করেন। তবে অ্যাপল সেটির বিষয়ে আর্থিকভাবে কোনো সহায়তা করেনি এবং কোনো বিকল্প পথও দেখায়নি। একমাত্র মামলা ছাড়া তিনি কোনো উপয়ান্তর পাননি। তিনি আশা করেন, উপযুক্ত রয়্যালিটি ছাড়া অ্যাপলকে আটরিয়াল ফিব্রিলেশন ডিটেকশন মেথড ব্যবহার বন্ধ করে দেয়া উচিত। এ বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ডিবিটেক/বিএমটি